FM Transmitter Circuit

 

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?

এটা আমার ব্লগ সাইটের প্রথম ব্লগ। ইলেক্ট্রনিক প্রোজেক্ট নিয়ে কাজ করার আগ্রহ আসলে আমাদের সবারই থাকে , কিন্তু ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না।

যাই হোক… ক্লাস ৮ এ পড়ার সময় আমরা তিন বন্ধু টিফিন টাইমে এইসব ইলেক্ট্রনিক প্রোজেক্ট নিয়ে আলোচনা করতাম… এমনকি খাতায়-কলমে ড্রোনও বানিয়ে ফেলেছিলাম… কিন্তু তা আর বাস্তব রূপ পায়নি। কারণ ক্লাস ৮ এর ছেলের হাতে আর কত টাকাই বা থাকতে পারে??

ক্লাস ৯ থেকেই মূলত অফিসিয়ালি আসল ইলেক্ট্রনিক্সে হাতেখড়ি আমার। তো সেসময় একটা মোটামুটি মানের প্রোজেক্ট বানিয়েছিলাম যেটা ছিলো একটা FM রেডিও ট্রান্সমিটার।

তো আজকের পোস্টে Introduction এর সাথে সেই প্রোজেক্ট আইডিয়াটা থাকছে…

 

এটি একটি খুবই সাধারণ মানের ট্রান্সমিটার যা দিয়ে স্বল্প দূরত্বে FM Radio Wave ট্রান্সমিট করা যাবে…               (বিঃদ্রঃ HighSchool Student দের জন্য উপযোগী)

 

 

এটি তৈরীতে প্রয়োজন হবেঃ

·         R1=4.7K -১টি

·         R2=470 -১টি

·         C1=102 -১টি

·         C2=4.7 PF -১টি

·          C3=104 -১টি 

·         2N3904 Transistor -১টি

·          ট্রিমার ক্যাপাসিটর – ১টি

·         মোবাইল ফোনের Microphone -১টি

·         24N wire (কয়েল এর জন্য)

·         9V Battery -১টি

·         Antenna

 

এবার নিচের ডায়াগ্রামের মতো সার্কিটে কম্পোনেন্ট গুলো বসিয়ে সংযোগ দেওয়ার পালা…

সার্কিট তৈরীতে ব্রেড বোর্ড, ভেরো বোর্ড ব্যবহার করা হয়। এগুলো না থাকলেও অসুবিধা নেই… মোটা কাগজে বসিয়ে সংযোগ দিলেও কাজ চলবে…  :D



(image source:  https://www.pinterest.com/)

 

উপরের ডায়াগ্রামের মতো সার্কিট টি বানিয়ে 9V ব্যটারীর সংযোগ দিয়ে রেডিওতে টিউন করতে হবে। সাধারণ রেডিও ফ্রিকোয়েন্সির মতো 87.5-108 MHz রেঞ্জের মধ্যে টিউন করলে ট্রান্সমিটারের সিগন্যাল রিসিভ করবে। মোবাইলে অটো টিউন করে চ্যানেল না আসলে ম্যানুয়ালি টিউন করতে হবে।

 

Biginner দের জন্য এই প্রোজেক্টটি বেশ মজার । রেডিও আবিষ্কারের এত যুগ পার হয়ে গেলেও এই শতাব্দিতে বসেও যে আমরা রেডিও ট্রান্সমিটার বানিয়ে এত আনন্দ পাচ্ছি… তাহলে প্রথম বার সফলভাবে রেডিও সিগন্যাল ট্রান্সমিট করে মার্কনির মনের ভেতর কি চলছিলো !!!

 

 

যা হোক … পোস্টটি ভালো লাগলে কমেন্ট করবেন। আর পরবর্তী পোস্টের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন…

এতক্ষণ কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ !!!

Comments